চকরিয়ায় হাতির আক্রমনে বন পাহারাদার নিহত

সেলিম উদ্দীন,ঈদগাঁও

কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাধীন পুর্ণগ্রাম বনবিট এলাকায় সামাজিক বাগান পাহারা দেয়ার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আলী আহমদ(৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার ভোর রাত ৩ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ৮ নং ওয়ার্ড পূর্ণগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। নিহত আলী আহমদ বর্ণিত ইউনিয়নের পুর্ণগ্রামের মৃত গোলাম কাদেরের পুত্র।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোমরিয়া রেঞ্জ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি।
খুটাখালী ইউপির ৮ নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আলী আহমদ এদিন রাতে বাগান পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সামাজিক বাগানের পাশে পাহাড়ের ঢালুতে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় বন্য হাতি তাকে পায়ে পিষ্ট করে সুড় দিয়ে হাতে পায়ে গুরুত্বর আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সকালে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তার ৩ ছেলে ৫ কন্যা রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর