কক্সবাজারে মাছের ঘের নিয়ে বিরোধ, পিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

মুহিবুল্লাহ মুহিব, বার্তা২৪ :

কক্সবাজারের মহেশখালীতে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হেলাল উদ্দিন নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হেলাল উদ্দিন মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মোহাম্মদ আব্বাসের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, একটি মাছের ঘের নিয়ে স্থানীয় বদর উদ্দিনের সাথে হেলালের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে ঘের নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বদর উদ্দিন তার লোকজন নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। হেলালকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চকরিয়া হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর