পেকুয়া থানা পুলিশের বর্ষবরণ

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের অায়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহৃভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ আসনের চকরিয়া-পেকুয়া থেকে নবনির্বাচিত সাংসদ জাফর অালম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, ডিজিএফআই জি.এস কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল আহমেদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল করিম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ পরিদর্শক শফিকুর রহমান, ইয়াকুব ভূইয়া, সহকারী উপ পরিদর্শক নাসির উদ্দিন, মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক। 

আরও খবর