প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শিক্ষক হাজী আব্দুস শুক্কুর (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উখিয়া প্রেসক্লাব।
বুধবার বেলা ১২টার টার দিকে প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন এবং সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বলা হয়, টেকনাফের মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকের মৃত্যুতে উখিয়া-টেকনাফবাসী হারিয়েছেন একজন দক্ষ মানুষকে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন,সহ-সভাপতি আমানুল হক বাবুল,সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সহ সম্পাদক এ.এইচ সেলিম উল্লাহ, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,ক্রীড়া সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু। নির্বাহী সদস্য যথাক্রমে আব্দুল আজিজ,রফিক উদ্দিন বাবুল,সাইফুর রহিম শাহীন ও দীপন বিশ্বাসসহ সকল সদস্যবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-