কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক :

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯জানুয়ারী) সকালে দক্ষিণ রুমালিয়ারছড়ার কাটাপাহাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একজনের লাশ পাওয়া যায়। পাশে এসব অস্ত্র ও ইয়াবা পড়েছিল। মাদক ব্যবসায়ীদের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আরও খবর