সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে ‘দুই গ্রুপের মধ্যে গোলাগুলি’র ঘটনায় সন্ত্রাসী মো. ইউসুফ ওরফে কালা মনির (৩২) নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় সন্দ্বীপের রহমতপুর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
কালা মনির রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মো. হোসেন প্রকাশ লেইংগা হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। এ সময় একটি এলজি, একটি একনলা বন্দুক ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে সন্ত্রাসী কট্টা তাহেরের সঙ্গে কালা মনিরের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষে কালা মনির নিহত হয়েছে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় দু’টি খুন, চারটি অস্ত্র, একটি পুলিশের ওপর হামলা, দু’টি মাদক এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান জানান, সোমবার সন্ধ্যার আগে বেড়িবাঁধে গোলাগুলির আওয়াজ শোনা গেছে বলে স্থানীয়রা আমাকে জানায়। পরে জানতে পেরেছি সেখানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-