দেয়াল চাপা পড়ে দুই বোন নিহত

ডেস্ক রিপোর্ট – কুষ্টিয়া সদর উপজেলার মনোহারদিয়া ইউনিয়নের গঙ্গাবর কান্দি গ্রামে নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে দুই বোন নিহত হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গঙ্গাবর কান্দি গ্রামের মিলন মশিউর রহমানের মেয়ে মরিয়ম (৩) এবং একই গ্রামের ইমারুল হক বাবলুর মেয়ে লিজা (৩)। মরিয়ম এবং লিজা দু’জন চাচাতো বোন।

ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সন্ধ্যার দিকে মরিয়ম ও লিজা ওই নির্মাণাধীন দেয়ালের পাশে বসে খেলা করছিল। এ সময় দেয়াল ভেঙে তারা চাপা পড়ে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে লিজা মারা যায়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মরিয়মও মারা যায়।

আরও খবর