শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।এ সময় জরিমানা আদায় করা হয় ৪৮হাজার ৩শ টাকা।
সোমবার দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে উখিয়ার ষ্টেশনের বিভিন্ন খাবার হোটলে অভিযান চালানো হয়।
বাসি খাবার, ময়লা-আবর্জনা পাশে রান্না করায় তিনটি হোটেল কে সর্তক করে দেন। প্রতি খাবার হোটেল কে পনের হাজার টাকা করে জরিমানা গুনতে হয়েছে।
যার মধ্যে নুরু হোটেল ১৫ হাজার টাকা, নুরুল রেষ্টুরেন্ট এন্ড মিষ্ঠান্ন ভাড়ার ১৫ হাজার টাকা ও সায়েফ হোটেল ১৫ হাজার টাকা জরিমানা দিতে হয়।
প্রকাশ্য ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে তিনশত টাকা জরিমানা করেন। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা নুরুল আলম, উখিয়া থানার উপ -পরির্দশক মো:ফারুক, মো:ইউনুছ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-