সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল :
কক্সবাজারে জেলা বিএনপির সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীসহ ১২ জন বিএনপি নেতাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে একটি মামলায় তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিক আজিজ।
একই সাথে ওই মামলায় কুতুবদিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও কৈয়ারবিলের ইউপি চেয়ারম্যান জালাল আহামদ চৌধুরীসহ কুতুবদিয়া বিএনপি’র ১২ জন নেতার জামিন নামন্ঞ্জুর করে আদালত। গেলো বছরের ১৬ অক্টোবর কুতুবদিয়া থানা পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাইকোর্টের প্রদত্ত আগাম জামিনের মেয়াদ শেষে নিন্ম আদালতে হাজির হলে জামিন নামন্ঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।
কারাগারে পাঠানো বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা হলেন-বড়ঘোপ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াবুল আলম, কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বাপ্পা, সাবেক সভাপতি রেজাউল করিম রাজু, কামরুল ইসলাম, মোঃ রুমেল, নাজিম উদ্দিন, মাওলানা নুরুল আমিনসহ ১২জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-