এরা মাদক কারবারী!

টেকনাফে ২৪ ঘন্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন কলেজ ছাত্র বাকী ২ জন রোহিঙ্গা।

তথ্য সুত্রে দেখা যায়, ৪ জানুয়ারী টেকনাফ শামলাপুর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বীচ সংলগ্ন এলাকা থেকে সাজ্জাদ হোসেন প্রকাশ ইমরান,(২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবী সে মাদক পাচারে জড়িত তার পেটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইয়াবা। এব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিহত যুবকের পেটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৪টি ছোট পোটলা। ঐ পোটলা গুলো খুলে গননা করে ২০০পিচ ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হবে। এদিকে ৫ জানুয়ারী সকালে টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানিরছড়া মেরিন ড্রাইভ বীচ সংলগ্ন এলাকা থেকে ফের ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

পুলিশের ধারনা এই ঘটনার সাথে সক্রীয় ভাবে জড়িত রয়েছে অত্র এলাকার চিহ্নিত মাদকপাচারকারীরা। তাদের দাবী মাদকের টাকা ভাগবাটোয়ারা করার সময় দুই গ্রুপের সংগর্ষে তারা নিহত হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহ ২টি উনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের ডি-১ ব্লকে বসবাস করত।

তারা মিয়ানমার খোয়ার বিলের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র খাইরুল আমিন (৩৫) ও হাবিবুর রহমানের পুত্র আব্দুল্লাহ (৪০) বলে জানা যায়।

এব্যপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান,গুলিবিদ্ধ মৃতদেহ ২টি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, নিহত এই দুই যুবক উনছিপ্রাং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা। অত্র এলাকার মাদককারবারীদের সাথে তারা সক্রিয় ভাবে জড়িত ছিল। আমাদের ধারনা মাদকের টাকা ভাগবাটোয়ারা করার সময় দুই গ্রুপের সংগর্ষে তারা নিহত হয়েছে। এই হত্যা কান্ডের সাথে জড়িত ও অত্র এলাকার মাদককারবারীদের নিশ্চিহ্ন করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর