উখিয়ায় ইয়াবা নিয়ে নারীসহ আটক -২

আবদুল্লাহ আল আজিজ :

কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বালুখালীর পানবাজার থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বালুখালী বাজার এলাকার মোহাম্মদ সুলতান (২৮) ও মোসা: ফাতেমা (৪০)। রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা বেচা-কেনার জন্য কিছু ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর