আবদুল্লাহ আল আজিজ :
কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বালুখালীর পানবাজার থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বালুখালী বাজার এলাকার মোহাম্মদ সুলতান (২৮) ও মোসা: ফাতেমা (৪০)। রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা বেচা-কেনার জন্য কিছু ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-