কক্সবাজারে মানবতার দেওয়াল উদ্বোধন

শহিদুল করিম শহিদ:
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় ‌মানবতার দেওয়াল উদ্বোধন হয়েছে।
কক্স লিডারশিপ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ৪ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় বাসটার্মিনাল স্টেশনস্থ কবরস্থানের দেওয়ালে মনবতার দেয়ালআনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আবদুল মুক্তাদির মামুন।
উপস্থিত ছিলেন-ভয়েস অব আমেরিকার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, ডিসকভার কক্স এর পরিচালক আব্দুল্লাহ নয়ন, কক্স লিডারশিপের চিফ কো-অর্ডিনেটর রিদুয়ানুল হক রিদু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান হিমেল।
আরো উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানের সেক্রেটারি রাশেদুল আজিজ, সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্গনাইজিং সেক্রেটারি মিরাজ উদ্দিন প্রমূখ।

‘আপনার অপ্রয়োজনীয় কাপড় দেলে যান। আপনার প্রয়োজনীয় কাপড় নিয়ে যান’ এই শ্লোগানে মানবতার দেওয়ালের উদ্বোধন করা হয়।
উদ্যোক্তা প্রতিষ্ঠান কক্স লিডারশিপ ইনস্টিটিউট মূলতঃ ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা সমাজসেবা ও মানবসেবাধর্মী কর্মকান্ড করে থাকে।

আরও খবর