কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

বার্তা পরিবেশক :

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৪০) নামের যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
এ সময় তার দেহ তল্লাশি করে অনুমান ৭ হাজার ইয়াবা উদ্ধার করার কথা শোনা গেলও পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত সঠিক পরিসংখ্যান জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, নুর মোহাম্মদ কিছুদিন আগেও টমটম চালাত। কিন্তু ইয়াবা বিক্রি করে হঠাৎ করে বিপুল টাকার মালিক বনে যায়। সরকারি দলের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ জনকে হয়রানি করে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

এদিকে নুর মোহাম্মদ আটকের খবর পেয়ে এলাকাবাসী খুশি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার এসআই দেলোয়ার হোসাইন বলেন, আটক নুর মোহাম্মদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নূর মোহাম্মদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন।

আরও খবর