শপথ নিলেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত এমপিরা

অনলাইন ডেস্ক- শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ একাদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠন করান। 

জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে একবারে জায়গা সংকুলান না হলে ধাপে ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এরপর জাতীয় পার্টি পরে অন্যান্য শপথ নেবেন।

শপথ উপলক্ষে সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রবেশ পথে অনেকে ফুল নিয়ে অপেক্ষা করছেন তাদের নেতাদের শুভেচ্ছা জানানোর জন্য। শপথ শেষে পৃথকভাবে বসবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পার্লামেন্টারী পার্টির বৈঠকে। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন।

আরও খবর