তোমার ভোট তারা দেবে তুমি কেনো দিলে
তোমার ব্যালট তারা নেবে তুমি কেনো নিলে
পারুল আমার লক্ষ্মী বোন সুবর্ণচর বাড়ি
রাত বারোটায় হারামীর দল খুলে তার শাড়ি
লগি নুনু চরম ভাবে বোনকে করে তুলোধুনো
ধর্ষক দল হেসে বেড়ায় দেশটা তাদের বাপের যেনো
ত্রিশ লক্ষ শহিদ হয়ে দেশ করেছে মুক্তি
প্রাণ দিয়ে তাদের প্রতি দেখালে আজ ভক্তি
তোমার ভোট তুমি দিয়ে দেখালে আজ শক্তি
তোমার ব্যালট তুমি নিয়ে দেখালে আজ শক্তি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-