চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

চকরিয়া প্রতিনিধি – কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক।

বুধবার সকালে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল মিয়া একই এলাকার নুরুল ইসলামের ছেলে। সে পেশায় ট্রাক চালক ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, বুধবার সকালে স্ত্রীর সাথে রুবেলের ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে সকাল ১০টা থেকে ১১ টার দিকে বাড়ীর পেছনে গাছের সাথে ঝুলে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করে সে।

পরে স্ত্রী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দিলে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মারা যাওয়া রুবেল দুই সন্তানের জনক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিনা ময়না তদন্তে মরদেহ দাপনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে আসায় ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর