শাহিদ মোস্তফা শাহিদ, সদর :
কক্সবাজার সদরের ইসলামপুরে নিখোঁজের ২৪ দিন পর এক বয়োবৃদ্ধার কংকাল উদ্ধার করেছে স্বজন ও এলাকাবাসী।নিহত বৃদ্ধা সাবেকুন নাহার (৭০) ইউনিয়নের পুর্ব নাপিত খালী এলাকার মৃত মৌলভী আবদুল হাকিমের স্ত্রী।
১ জানুয়ারী বিকাল ৩ টার দিকে পুর্ব নাপিত খালী হাকিম মিজ্জির ঘোনা নামক এলাকা থেকে এ কংকাল উদ্ধার করা হয়।
নিহতের ছেলে আনিসুর রহমান জানান,মা সাবেকুন নাহার একজন নামাজী নারী ছিল, যে কোন সময় নামাজ পড়ার জন্য ওযু করতে ঘর থেকে বের হয়।অনুরূপ ভাবে বিগত ২৪ দিন আগেও বের হয়ে আর বাসায় ফিরেনি। সেদিন থেকে নিখোঁজ ছিল তার মা।এদিন বিকাল ৩ টার দিকে কাঠুরিয়া মারফত খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দীনকে অবহিত করেন।এসময় একটি মাথা,হাড়,মেরুদণ্ড দেখে মায়ের লাশ শনাক্ত করে ছেলে।
পরে স্থানীয় পুলিশের কাছে কোন ধরনের দাবী দাওয়া না থাকার শর্তে মুচলেকা প্রদান করলে কংকাল গুলো দাফনের ব্যবস্থা করেন।নিহতের ছেলে আনিছুর রহমান তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। ইসলামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহাব উদ্দীন কংকাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-