রোহিঙ্গা ক্যাম্পের খালে নবজাতকের লাশ

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের একটি খাল থেকে নবজাতকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এইচ ব্লকের মধ্যবর্তী এলাকার খাল থেকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় কি তা পাওয়া যায়নি।

আরও খবর