পেকুয়ায় দূর্বৃত্তের দেয়া আগুনে সিএনজি পুড়ে কয়লা

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ১টি সিএনজিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাত ৩ টার দিকে উপজেলা বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে সম্পূর্ণ কয়লা হয়ে যায়।

গাড়ির ড্রাইভার মোঃ জুনাঈদ বলেন, সিএনজি গাড়িটি আমি ভাড়া চালায়। দিনশেষে প্রতিদিন বাড়িতে নিয়ে যায়। ঘটনার রাতে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা ভোর রাতে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গিয়ে সম্পূর্ন পুড়িয়ে দেয়। এই ভাড়া গাড়িটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। এখন আমি এত টাকার ক্ষতিপূরণ কিভাবে দিব তা বুঝতে পারছিনা। তবে যারাই এই কাজ করে অামার অায়ের উৎসটা বন্ধ করে দিয়েছে অব্যশয় অাল্লাহ তাদের বিচার করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর