সুজাউদ্দিন রুবেল :
বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই পুরোপুরি বিদায় নেবে ২০১৮। নির্বাচনের পর বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকত নগরী কক্সবাজারে ভিড় জমিয়েছে পর্যটকরা।
সোমবার বিকেল না হতেই সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ৬টি পয়েন্টেই ভিড় করেন দর্শনার্থীরা। পুরনো বছরের সব ব্যর্থতা, গ্লানি এই সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেন তারা। সেই সঙ্গে নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে এমনটাই প্রত্যাশা তাদের।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কক্সবাজার জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন; নির্বাচনের কারণে বিধি-নিষেধ থাকায় এবার থার্টি ফাস্ট নাইট উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে না। তারপর আগত পর্যটকদের নিরাপত্তায় হোটেল মোটেল জোন, প্রধান সড়ক ও সৈকত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পুরো শহর সিসিটিভির আওতায় থাকায় কক্সবাজার এখন অনেকটা নিরাপদ। ফলে বেড়াতে আসা পর্যটকরা স্বাচ্ছন্দে কক্সবাজার ঘুরতে পারবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-