ডেস্ক রিপোর্ট – নোয়াখালী-৩ আসনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থা নুরনবী নামে এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
রোববার (৩০ ডিসেম্বর) বেগমগঞ্জের তুলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দায়িত্বরত প্রিসাইডিং অফিসার জানান, নুরনবী দায়িত্ব পালন করছিলেন, সে সময় একদল দুর্বৃত্ত কেন্দ্রের দিকে গুলি ছুঁড়তে থাকেন। এ সময় তার গায়ে গুলি লাগে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বিএনপি-জামায়াত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-