জামায়াত নেতা হামিদের ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক – কেন্দ্র দখল, ভোটে কারচুপি ও আপেল মার্কার সমর্থকদের মারধরের অভিযোগে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা এএইচএম হামিদুর রহমান আযাদ।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

তিনি জানান, ‘ভোটের আগের রাতে থেকে অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারা হয়েছে। ভোটের দিন সকালেও কেন্দ্র দখল করে ভোট কাটা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতে চারটি ভোটকেন্দ্রে ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে।’

উল্লেখ্য যে, ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেয়া হলেও মনোনয়ন দাখিলের সময় স্বতন্ত্র প্রার্থী উল্লেখ করায় তাকে ধানের শীষের পরিবর্তে আপেল প্রতীক দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান আযাদ বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও খবর