পেকুয়ায় সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের পেকুয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল্লাহ আল ফারুক (২৫)। তিনি রাজাক আলী গ্রামের আবুল কালামের পুত্র।

কক্সবাজার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি জাকের হোসেন ভূঁইয়া জানান, তিনি ঘটনা জানতে পেরে ওই এলাকায় দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বিএনপি সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে যুবলীগ কর্মী ফারুক তাদের বাধা দেন। এ সময় তাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিএনপি এমন কোনও ঘটনার সঙ্গে জড়িত নয়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে তার মৃত্যু হতে পারে।

আরও খবর