উখিয়ায় অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

শহিদুল ইসলাম,উখিয়া

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে থাইংখালী বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অানুমানিক বিশ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী বাজারের তেলাখোলা সড়কস্হ জনৈক নুর মোহাম্মদ মালিকানাধীন চায়ের দোকান থেকে অাগুনের সুত্রপাত্র হয়।

এতে অারো পাঁচটি দোকান পুড়ে যায়। স্হানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপি চেষ্টা করে অাগুন নিয়ন্ত্রনে অানেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে ১টি কম্পিটার দোকান, ১টি সেলুন দোকান,১টি মুদির দোকান, ২টি চায়ের দোকান,ও ১টি গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দীন সত্যতা স্বীকার করেন

আরও খবর