টেকনাফে ইয়াবাসহ মধু আটক

টেকনাফ প্রতিনিধি – কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তিনশ ইয়াবাসহ সোমবার বিকালে মধুকে আটক করেছে পুলিশ।

আটক আজিজুল হক প্রকাশ মধু পাবনার জেলা চাটমোহরের পার্শ্বডাঙ্গা আলিপুরের আলেক মোল্লার ছেলে।হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকার ও এএসআই অহিদের নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকায় এক ব্যক্তির দেহ তল্লাশী করে। এসময় ইয়াবার পুটলাটিসহ তাকে আটক করা হয়।

উপস্থিত লোকজনের সামনে পুটলাটি খুলে গণনা করে তিনশ ইয়াবা পাওয়া যায়।ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর