নির্বাচনে ফিরবে কি কক্সবাজারের মানুষের ভাগ্য?

সুজাউদ্দিন রুবেল :

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের অবস্থান কক্সবাজার। স্বাধীনতার পর থেকে নানা কারণে অবহেলিত সর্ব-দক্ষিণের এ জনপদ। ভাগ্যের পরিবর্তন তেমন একটা ঘটেনি এ অঞ্চলের মানুষের। তাই এবারের নির্বাচনে অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার চান ভোটাররা। অবশ্য বড় দু’দলের নেতারাও আশ্বাস দিচ্ছেন পরিবর্তনের।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, পাহাড়, বাঁকখালী নদী ও মিয়ানমার সীমান্ত বেষ্টিত জেলা কক্সবাজার মূলত পর্যটন ও কৃষি নির্ভর। ২ হাজার ৪৯১ বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় প্রায় ২৩ লাখ মানুষের বসবাস।

এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অবহেলিত জনপদের দরিদ্রতা দূর, পর্যটন শিল্পের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চান ভোটাররা। পাশাপাশি মাদকের দুর্নাম থেকেও মুক্তি চান তারা।

জেলার এক আওয়ামী লীগ নেতা বলছেন, সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই পর্যটন শহর কক্সবাজারের আমূল পবির্তন ঘটবে। আর বিএনপি প্রার্থীর দাবি, নির্বাচনী ইশতেহারে জেলার মানুষের আর্থিক উন্নয়নে গুরুত্ব দেয়া হবে।

কক্সবাজার-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আশেক উল্লাহ রফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ম্যানডেড নিয়ে নির্বাচিত হলে যথাসময়ে যেন প্রকল্পগুলো শেষ হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ জন। তার মধ্যে নারী ভোটার ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন।

আরও খবর