ধানের শীষে নির্বাচন করবে না জামায়াত, সিদ্ধান্ত চূড়ান্তে বৈঠকে নেতারা

ডেস্ক রিপোর্ট- একাদশ সংসদ নির্বাচনে জোটগত অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্তে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে বসেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, বিএনপির থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় জামায়াত ইসলামী ধানের শীষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে। তবে দলটি অনেকগুলো আসনে স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনে থাকবে।

আরও খবর