সীতাকুণ্ডে ইয়াবাসহ উখিয়ার আরফাত ও লুৎফুর আটক

চট্টগ্রাম :সীতাকুণ্ডে একটি বাসে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। যার আনুমানিক মূল্যে ৩ লাখ টাকা।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টায় বার আউলিয়া থানা হাইওয়ে পুলিশের পিএসআই মোঃ আমান উল্লাহ সরকার একদল পুলিশ নিয়ে দক্ষিণ সোনাইছড়িস্থ ঘোড়ামরা এলাকায় মহাসড়কে ঢাকামুখী ইউনিক বাস (ঢাঃ মেঃ ব-১৫-১৮৬২) থামিয়ে অভিযান চালায়। পড়ে আমির হোসেনের ছেলে মোঃ আরাফাত(১৮) ও আবু ছালেহের ছেলে লুৎফুর রহমান (২৪) এর দেহ তল্লাশি চালিয়ে ৫শ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা পায়। আটককৃতদের বাড়ি কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী গ্রামের পশ্চিম পাড়ায়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজ্জু করা হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

আরও খবর