চট্টগ্রাম :চট্টগ্রামে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে সিএমপির কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন।
গ্রেফতার দু’জন হলেন— কক্সবাজারের উখিয়ার দক্ষিণ রুমখা এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে আবদুস সালাম (৪২) ও রোহিঙ্গা যুবক মো. জুবায়ের হোসেন (২০)। সালাম ট্রাকচালক ও জুবায়ের চালকের সহকারী।
সিএমপির গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠরিতে লুকিয়ে রাখা ১৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-