টেকনাফ প্রতিনিধি :কক্সবাজারের টেকনাফে ২ হাজার ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম মো.এনামুল হক (৩৫)। সে ৩২৫ দক্ষিণ কাফরুল ঢাকা সেনানিবাস এলাকার মৃত হামিদুল হকের ছেলে। এনামুল বিজিবির সহকারী সিপাহী। তার পরিচয় নাম্বার ৭৫৭২১।
রোববার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে হ্নীলা ইউনিয়নের বালিকা স্কলের সামনে থেকে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস গাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে অাটক করা হয়।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ঢাকাগামী সেন্টমার্টিন গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল গোপনে গাড়ি তল্লাশি করে এক ব্যক্তিকে অাটক করা হয়। সেসময় আটক ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি অারও বলেন, পরে অাটক ব্যক্তিকে যাচাই-বাছাই করে জানতে পারি তিনি একজন ২ বিজিবির কর্মরত সহকারী সিপাহী। ছুটি নিয়ে বাড়ি যাবার পথে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে অাটক করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-