কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বৃহৎ দু’টি জোটের হেভীওয়েট সাতজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইকরে বৈধ ঘোষনা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ আসনে বিএনপি’র এডভোকেট হাসিনা আহমেদ ও আওয়ামীলীগের জাফর আলম। কক্সবাজার-২ আসনে বিএনপি’র আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও আওয়ামীলীগের আশেকউল্লাহ রফিক। কক্সবাজার-৩ আসনে আওয়ামীলীগের সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার-৪ আসনে বিএনপি’র শাহজাহান চৌধুরী ও আওয়ামীলীগের শাহিন আক্তার।
অন্যান্য আলোচিত প্রার্থীর মধ্যে কক্সবাজার-২ আসনে জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ ও কক্সবাজার-৩ আসনে বিএনপি’র লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে রোববার বিকেল সাড়ে চারটায় সিদ্ধান্ত দেয়া হবে বলে বাছাইকালে রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-