উখিয়ায় ৩ জুয়াড়ীকে জরিমানা

কক্সবাজার জার্নাল- উখিয়ায় ৩ জুয়াড়ীকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উখিয়া থানা পুলিশ শুক্রবার রাত ১২ টার দিকে রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের নবী হোসনের দোকানে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাজখেলাসহ হাতে নাতে ৩ জনকে আটক করে।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক হান্নান জানান, আটককৃত জুয়াড়ীদের শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফখরুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ৩ জুয়াড়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্ত জুয়াড়ীরা হচ্ছে, করইবনিয়া গ্রামের লালমিয়ার ছেলে নুরুল আমিন (২৬), মোঃ আব্দু মিয়ার ছেলে বেলাল উদ্দিন (২৭) ও নবী হোসেন (২৫)।

আরও খবর