নিজস্ব প্রতিবেদক –কক্সবাজার বিমান বন্দরে গোপনাঙ্গ করে ইয়াবা পাচারকালে নাফিজা আকতার (২১) নামে এক নারী বিমানযাত্রীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালিয়ে ওই নারীর গোপনাঙ্গ থেকে সাত’শ ইয়াবা উদ্ধার করেছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ওই নারী পঞ্চগড় জেলা সদরের মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, নাফিজা আকতার নামের ওই নারী নভোয়ারের ফ্লাইট করে ঢাকায় যাওয়ার যাত্রী ছিলো। বিকাল ৩টা পাঁচ মিনিটে ফ্লাইট ছাড়ার সময় ছিলো। এর আগেই বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশীকালে স্ক্যান মেশিনে ওই নারীর গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। তাকে আটকে রেখে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
তার গোপনাঙ্গ থেকে সাত’শ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) খাইরুজ্জামান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-