(৬ মাস করে সাজা প্রদান)

টেকনাফে মাদক বিরোধী অভিযানে আটক- ৫

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫জন মাদক বিক্রেতা ও সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে সাজা প্রদান করা হয়েছে।

জানা যায়, ২৮ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের উপপরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল হ্নীলা পূর্ব পানখালীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সরঞ্জামসহ ফরিদ আলমের পুত্র আব্দুর রহমান (৩০), মৃত মনু মিয়ার পুত্র মোহাম্মদ আয়াজ উদ্দিন (২৮), মৃত জাফর আলমের পুত্র মোহাম্মদ তৈয়ব (৩৮) এবং টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা কাঞ্চন পুরের আব্দুর রশিদের পুত্র মোহাম্মদ কায়সার (৩৩), শামসুল হকের পুত্র মোঃ আব্দুল গাফ্ফার (৩২) কে আটক করে।

বিকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উক্ত আদালতের বিচারক মাদক বিক্রেতা ও সেবীদের প্রত্যেককে ৬ মাসের সাজা প্রদান করেন।

সাজা প্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর