শ.ম গফুর,উখিয়া :বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ হাজার ৮ শত পিস ইয়াবা নিয়ে “সিএসবিডি”নামক এনজিওর একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করেছে।
এসময় গাড়ীর চালক রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকার মৃত কবির আহমদের ছেলে ফয়েজ আহমদকে আটক করা হয়।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি(তদন্ত) ইমন চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী ঢাকা মেট্রো-চ- ১৯-৪৬২৮ নাম্বারধারী একটি হাইওয়ে মাইক্রোবাস ঘুমধুম রাবার বাগান সংলগ্ন পৌছলে থামানোর সংকেত দিলে গাড়ীটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
ধাওয়া করে গাড়ীটি আটক করেন ঘুমধুম পুলিশের উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানিক দল। তল্লাশী চালিয়ে অভিনব কায়দার লোকানো ৭ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাথে চালক ও গাড়ী আটক পূর্বক সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।ধৃত চালক কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ইমন চৌধুরী জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-