নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের লালদিঘী পাড়স্থ পুকুরের পূর্বপাশ থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় পথচারীদের দেয়া খবরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় দোকানদার সাখাওয়াত হোসেন বলেন, বিকাল ৩ টার দিকে লালদিঘী পাড়স্থ পুকুরের পূর্বপাশে মসজিদের নিচে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। এরপর চারপাশে খবর ছড়িয়ে পড়ে। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে শরীরের অন্য কোনো জায়গায় কাপড় ছিল না।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ২৫ বছর বসয়ী হবে। পরে বিস্তারিত জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-