দুই বোনের এক প্রেমিক, অতঃপর…

ফাইল ছবি

কক্সবাজার জার্নাল ডেস্ক : মামাতো-ফুফাতো দুই বোন। দু’জনই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আবার দু’জনই মন দিয়েছিলেন স্থানীয় এক যুবককে। হঠাৎ একজনের বিষয় আরেক জন জানতে পারলে প্রেমিকের সঙ্গে অভিমান হয়। আর সেই অভিমানে পরিবারের সকলের অজান্তে একই সঙ্গে দু’বোন কীটনাশক পান করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শোভা আক্তার (১২) ও রুজিনা আক্তার (১১) নামের মামাতো-ফুফাতো দুই বোন। শুক্রবার বিকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শোভা আক্তার চরমার্গারেট এলাকার মাহাসিন মিয়ার মেয়ে ও রুজিনা আক্তার পানপট্টি এলাকার বকুল মৃধার মেয়ে।

দু’জনই চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

রাঙ্গাবালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা কামাল জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

আরও খবর