গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ উপকূলীয় এলাকা হতে পুলিশ হ্নীলার গুলিবিদ্ধ বেলালের মৃতদেহ উদ্ধার করেছে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ১৬ নভেম্বর সকালে টেকনাফ মডেল থানা পুলিশ স্থানীয় সুত্রে খবর পেয়ে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের সাগর উপকূল হতে টেকনাফ বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়ায় রয়েছে।
তার শরীরে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে এবং শরীর রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পরে পরিচয় সনাক্ত করে সে হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) নুর আহমদের পুত্র মোহাম্মদ বেলাল (৩২) বলে জানা গেছে। সে ৩ সন্তানের জনক ছিল।
সে এলাকায় অবস্থানকালে পরিবার থেকে আলাদা হয়ে একটি মহলের যোগ-সাজশে ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্ট ছিল। কিন্তু বিশেষ চক্রের রোষানলে পড়ে সে বিগত ৫ বছর আগে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া হতে বসত-বাড়ি বিক্রি করে স্বপরিবারে কক্সবাজার গিয়ে বসবাস করে আসছে। সেখানে ফল-মূলের ব্যবসা করে জীবিকা চালিয়ে আসছিল বলে পারিবারিক সুত্রের দাবী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-