ঢাকা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কক্সবাজারের মহেশখালীর তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার পুলিশের গাড়ি পুড়িয়ে নাশকতার ঘটনায় রাত ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বানে কমিটির সদস্যকে শফিউল্লাহ শফি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক কক্সবাজার-২(মহেশখালী- কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনয়ন পত্র কিনেছেন। পরে বুধবার রাত ১০ টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-