নুসরাত পাইরিন,কক্সবাজার
কখনো কখনো একটা ফার্মের মুরগীর দামের চাইতেও মানুষ’টা সস্তা,যখন সে তার অধীনস্ত..!!
আবার, স্বর্নের চাইতেও বেশি দামী, যখন তার স্বার্থের বিষয় জড়িত!!!
মানুষের আরো একটা বৈশিষ্ট্য আছে..সবচাইতে রহস্যময় প্রানী হচ্ছে “মানুষ”….এতটা’ই রহস্যময় যে, বছরের পর বছর এক ছাদের নীচে থাকার পরেও দেখবেন, আপনি মানুষ’টাকে একদম চিনতে পারেন নি..!!
কারন;একটা মানুষ’কে কম চেনা যায়, বেশি চেনা যায়..কিন্তু,কখনোই পুরোপুরি চেনা বা জানা যায়না..!!! আপনি যখন পুরোপুরি কাউকে চিনে ফেলবেন,তখন মনে হবে আপনার আগের চেনায় ভুল ছিলো..!!
আমার এক শিক্ষক একদিন কোনো এক কথা প্রসঙে বলেছিলেন..মানুষ’কে চিনতে হলে, প্রথমেই তার স্বার্থে আঘাত করো..দেখবে,তার আসল রুপ বেরিয়ে আসবে। তুমি বুঝতে পারবে..কে পশু আর কে দরবেশ..!!
কথায় ধর্মের বানী শোনানো লোকগুলা’কে আমার ভন্ড মনে হয়।আমার মনে হয়, নিজের কু-প্রবৃত্তি’গুলি ঢাকার জন্যই তারা ধর্ম’কে ঢাল বানায়…প্রকৃত ধার্মিকেরা তো কখনোই ধর্ম নিয়ে ব্যাবসা করবে না…!!
এই যে একটা মানুষের এত রুপ,এত রং..মাঝে মাঝে প্রকৃতিও হয়ত অবাক হয়ে তাকিয়ে থাকে মানুষের দিকে..!!!! বিদ্রুপের হাসি হেসে হয়ত প্রশ্ন করে…”মানুষ” তোরা “মানুষ” হবি কবে???
আশরাফুল মাখলুকাতের ট্যাগ লাগিয়ে যেই মানুষের বিচরন এই দুনিয়াতে, যাদের কতৃত্ব আর নেতৃত্বে চলছে দুনিয়ার সবকিছু…
সেই মানুষ’দের মনুষত্ব্যের অধ:পতনে, নিজেকে মানুষ ভাবতে ক্যামন’জানি ঘেন্না ঘেন্না লাগে আমার…!!
তবে হ্যা,কিছু মানুষ এখনো আছে বলেই হয়ত;দুনিয়া ঠীক আছে এখনো, আসমান ঠীক আছে, নদীতে পানি আছে, গাছে ফল আছে…
এই বিধাতা শোনো..আমি সেই মানুশ’গুলির মতো হয়ে বাচতে চাই একটা জীবন…!! সেই মানুষ হতে চাই একটা জন্মে..!! বেচে থাকতে চাই মিত্থ্যে অহংবোধে নয়, মানুষের ভালোবাসা,শ্রদ্ধা আর কর্মে…
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-