চট্টগ্রাম – নগরীতে দশ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিবি।
সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে মামুনকে (৩৯) আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (দক্ষিণ)।
আটক ব্যক্তির বাড়ি কক্সবাজারের উখিয়ার আনজুমান পাড়ার মৃত শেখ আহমদের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন টেকনাফ থেকে নিজস্ব পিকআপে ইয়াবা এনে চট্টগ্রামে ব্যবসা করতো।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) শাখার অতিরিক্ত উপ-কমিশনার ছত্রধরের নেতৃত্বে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা (দক্ষিণ) শাখার সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ডিবির ইন্সপেক্টর হাবিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার থেকে এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-