আবদুল্লাহ আল আজিজ – কক্সবাজার জেলার উখিয়ার থাইনখালী বাজার থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি দল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে বাজারের রহমতের বিল রোডস্থ ফারুক মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান (২৬) স্থানীয় রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, আটক মাদক ব্যবসায়ী ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-