লোহাগাড়া প্রতিনিধি – লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দু’মাদক পাচারকারীসহ ৩ জনকে গ্রেফকার করেছে পুলিশ। গত ১ অক্টোবর সোমবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার পিচ ইয়াবাসহ ২ জন ও অপরজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজারের উখিয়া টিএন্ডটি গুচ্ছ গ্রামের জাফর আলমের পুত্র মোঃ নুরুল আবছার ও একই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র মোঃ ইয়াছিন আরাফাত। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় দূরপাল্লার বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। অপরজন উপজেলার রশিদার পাড়ার মনির আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম। তাকে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে প্রকাশ, ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা রুজু করা হয়েছে। ২ অক্টোবর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-