উখিয়ার শীর্ষ ইয়াবা পাচারকারীসহ লুডা আকবর ও আমিন আটক

নিজস্ব প্রতিবেদক – উখিয়ার সীমান্তজনপদ বৃহত্তর পূর্বাঞ্চলীয় এলাকার শীর্ষ ইয়াবা পাচারকারী পূর্ব ডিগলীয়াপালং গ্রামের শামশুল আলমের ছেলে ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবর (৪০) ও তার সহযোগী রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল আমিনকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন ও সহকারী উপ- পরিদর্শক জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুটি মাদক মামলাসহ একাধিক মামলার আসামী ছৈয়দ আকবর প্রকাশ লুডা আকবরকে বুধবার ভোর রাতে তার বাড়ী থেকে আটক করা হয়েছে।

একই সময়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে তেলীপাড়াস্থ ছৈয়দ আলমের ছেলে নুরুল আমিনকে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী থেকে আটক পূর্বক তার দেহ তল্লাসি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানিয়েছেন।

আরও খবর