এম আবুহেনা সাগর,ঈদগাঁও
বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচনীয় সফরে কক্সবাজার সদরের ঈদগাঁওতে আসছে আওয়ামীলীগের সাংগঠনিক টিম। এই সফর ঘিরে হঠাৎ তৎপর হয়ে উঠেছে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।
তৃনমুল নেতাকর্মীসহ ভক্তদের মাঝে এ জন সভাকে ঘিরে সবর্ত্রই স্থানে বাঁধভাঙ্গা উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি চলছে প্রচার প্রচারনা। সূত্র মতে,নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি সাংগঠনিক টিম জেলা সদরের ঈদগাঁওতে সফরে আসছেন।
এই টিমে রয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিস্টার মুহিবুল চৌধুরী নওফেল, উপ প্রচার সম্পাদক আমিনুল হক আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরও অনেকে। সূত্র মতে, সাংগঠনিক টিম কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় যোগদানের কথা রয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরকে ঘিরে হঠাৎ মনোনয়ন প্রত্যাশীরা যেমন তৎপর হয়ে উঠেছে তেমনি সফর সফল করতে প্রস্তুতি নিচ্ছে ব্যাপক পরি সরে। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক টিমের সফর সফল করতে জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল ছাত্রনেতা রাজিবুল হক চৌধুরী রিকু জানান, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা সফল করতে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ সফরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনাসহ চাঙ্গাভাবও পরিলক্ষিত হচ্ছে।
দেখা যায়,বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে কিংবা জনবহুল স্থানে বা বাজার এলাকায় কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এবং সদর রামু আসনের মনোনয়ন প্রত্যাশী কানিজ ফাতেমা মোস্তাকের পোষ্টার,ব্যানার আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে। তবে তৃনমুলের নেতাকর্মীদের মতে,নিবার্চনী জনসভাকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা ফের উজ্জীবিত হয়ে উঠেছে। পাড়া মহল্লায় সবর্ত্রই স্থানজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
দলীয় ভেদাভেদ, মান অভিমান ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ব হয়ে জননেতা ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক টিমের বিশাল নিবার্চনী জনসভা সফল করতে প্রস্তুতি নিচ্ছে তৃনমুলের নেতাকর্মীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-