নিজস্ব প্রতিবেদক – কক্সবাজার আদালতে দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় আটক হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম নলবনিয়া গ্রামের মৃত বেলাল আহম্মদের ছেলে সাখাওয়াত হোসেন সাখো (৩০) কে উখিয়া থানা পুলিশ বুধবার ভোর রাতে পাতাবাড়ী বাজার সংলগ্ন তার বোনের বাড়ীতে আত্নগোপন থাকা অবস্থায় আটক করেছে।
তার বিরুদ্ধে একই এলাকার নলবনিয়া গ্রামের মাষ্টার আবুল আযম চৌধুরী বাদী হয়ে আদালতে একটি চেক প্রতারনা মামলা দায়ের করেন।
আদালত তার অনুপস্থিতিতে সাখাওয়াত হোসেনকে ৮ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের সাজা প্রদান করে তাকে গ্রেপ্তারের জন্য উখিয়া থানা পুলিশকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ও জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বোনের বাড়ী ঘেরাও করে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার জেল হাজতে প্রেরন করেন।
এদিকে উখিয়া থানার সহকারী উপ- পরিদর্শক মোঃ হান্নানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়া ষ্টেশনে অভিযান চালিয়ে আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পালংখালী গয়ালমারা গ্রামের মোঃ জলিলের ছেলে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-