উখিয়া সংবাদদাতা :
উখিয়ার ইনানী বীচে ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে গেছে। প্রতিদিন সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ছিনতাই ও হয়রানীর শিকার হচ্ছে পর্যটকেরা। সর্বস্ব খুইয়ে ফিরছে গন্তব্যে। তাদের কারণে বদনাম হচ্ছে কক্সবাজারের। আতঙ্কে রয়েছে পর্যটক ও স্থানীয়রা।
ইনানী বীচ এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বেশ কিছু যুবক। প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে বারবার। স্থানীয় প্রশাসনও তাদের কাছে অনেকটা অসহায়।
বীচ এলাকার এক ব্যবসায়ী জানায়, মোঃ তারেক ও মোজাম্মেল হক নামের দুই যুবক ফটোগ্রফারের আড়ালে থেকে ছিনতাইসহ নানা অপরাধকর্ম পরিচালনা করে আসছে।
সম্প্রতি তাদের আটক পূর্বক মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করে প্রশাসন। কারাগার থেকে বের হয়ে তারা আবারো ছিনতাই কাজে নেমে পড়ে। উখিয়া হাসপাতাল এলাকায় হেলাল নামের এক যুবককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের অপকর্মে বাধাদানকারীতে উল্টো হুমকি দেয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ফটোগ্রাফারের আড়ালে তারা অপরাধের প্রতিবাদ করায় স্থানীয় ইনানী বীচ ক্যাফের মালিক মোঃ জাহাঙ্গীর আলমের উপর হামলা করে। তার দোকানে গিয়ে ভাঙচুর ও লুট চালায়।
এ বিষয়ে ইনানী ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সমুদ্র সৈকত এলাকায় কোন অপরাধীর স্থান নেই। ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইকারী থাকার তথ্য তাদের কাছে নেই। ছোটখাটো ঘটনাগুলো নিছক ব্যক্তিগত। তাতে বীচ এলাকার কোন সম্পৃক্ততা নেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-