নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আসন্ন ঈদকে সামনে রেখে হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা থেমে নেই । দেশে বিশাল একটি আয়ের অন্যতম উৎস রেমিট্যান্স হলেও লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হুন্ডি চক্রের কারণে। ঈদগাওর বিশাল সংখ্যক জনগোষ্ঠী প্রবাসী। তারা বৈধ পথে টাকা না পাঠিয়ে পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ী দের হাতে। আর প্রশাসনকে বৃদ্বাঙ্গলী দেখিয়ে চলছে হুন্ডি ব্যবসা। দীর্ঘকাল ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। যদিওবা ব্যবসাটি অবৈধ পন্থায় কিন্তু আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে এ চক্র বেপরোয়া হয়ে যাচ্ছে দিন দিন। বৃহত্তর ঈদগাওর সবকটি ইউনিয়নের শ্রমজীবি মানুষ সৌদিআরব,দুবাইসহ বিভিন্ন দেশে চাকুরী ও নানা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থেকে প্রবাসে জীবনযাপন অতিবাহিত করছে। হুন্ডি ব্যবসা চলতে থাকলে সরকার হারাবে বিপুল পরিমান রাজস্ব। তথ্য মতে, ঈদগাওসহ পাশ্বর্বতী বিভিন্ন ইউনিয়নের হুন্ডি কারবারী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিদেশ থেকে পাঠানো টাকা লেনদেন করে যাচ্ছে নানা কলাকৌশলে। তবে এসব হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া এখন সময়ের গনদাবীতে পরিনত হয়ে পড়েছে বলে মত প্রকাশ করেন এলাকার সচেতন মহল। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়ার মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-