আজিম নিহাদ,কক্সবাজার
হঠাৎ করে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ আগস্ট) বিকেলের দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে ওই একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় ১২ জন রোহিঙ্গা ছিল। তিনজন নারী, দুজন পুরুষ ও সাতজন শিশু-কিশোর রয়েছে।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ওই নৌকার আরোহীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি ছিল।
তিনি বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গার ঢল নামেন। রাখাইন রাজ্যে সহিংসতা অভিযানের কথা বলে সেদেশের সেনাবাহিনী ধরপাকড় চালায়। এসময় তারা নির্যাতন, বাড়িঘরে আগুন ও গণধর্ষণ চালালে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-