আকিকা না করে কি কুরবানি করা যাবে?

ডেস্ক নিউজ – আমাদের একজন পাঠক প্রশ্ন পাঠিয়েছেন যে, সম্পদ বা টাকা কী পরিমাণ থাকলে কুরবানি ওয়াজিব হয়? আর আমার আকিকা করা হয়নি। তাহলে কি আমি কুরবানি আমার নামে দিতে পারবো অথবা মা-বাবার নামে? আকিকা না করে কুরবানি দেওয়া যাবে কি না?

উত্তর : কুরবানির দিনসমূহ তথা ১০-১১ এবং ১২ই জিলহজ এ তিনদিনের নিত্য প্রয়োজনীয় খরচ অতিরিক্ত যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার উপর কুরবানি করা আবশ্যক।

আকিকা না করে থাকলেও কুরবানি করাতে কোন সমস্যা নেই। আকিকা করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। কিন্তু কুরবানি করা ওয়াজিব। আকিকা করা না করার সাথে কুরবানি করার কোন ন্যুনতম সম্পর্ক নেই।

নিজের উপর ওয়াজিব কুরবানি আদায় করার পর বাবা-মা সহ যে কারো নামেই একাধিক কুরবানি করা যায়।

তথ্যসূত্র: মু’জামুল আনহার, হেদায়া ও ফতওয়ায়ে হিন্দিয়্যা।

আরও খবর